বাসের ২ যাত্রীর কাছে ১০ কেজি গাঁজা

অফিস রিপোর্টার।।

inside post

কুমিল্লায় গাঁজাসহ দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (৬ জুন) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি বলদাখাল এলাকা একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা এলাকার কামাল হোসেনের ছেলে মোঃ সাকিল (২৫) ও মো. খলিলের মেয়েবিলকিছ আক্তার (৩৫)। তারা সম্পর্কে প্রতিবেশী ভাই-বোন।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে ঢাকাগামী সিডিএম পরিবহনের যাত্রীবাহি বাস থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা পাওয়া গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরো পড়ুন