বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক ও অটো রিকশা খাদে
কুমিল্লার মুরাদনগরে বেইলি ব্রিজ ভেঙ্গে বালি বোঝাই একটি ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশা খালে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক ও সিএনজিতে থাকা ৬ জন আহত হয়েছেন। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে এই সড়কে যাতায়াত করা মুরাদনগর, বাঙ্গরা ও নবীনগর থানার যাত্রীরা বিপাকে পড়েছে।
শুক্রবার বিকালে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কড়ুইবাড়ি খালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার বিকালে একটি বালি বোঝাই ট্রাক পার হওয়ার সময় অপর দিক থেকে আসা সিএনজি চালিত অটো রিকশাসহ বেইলি ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ও সিএনজিতে থাকা ৬ জন আহত হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
সড়ক ও জনপথ কুমিল্লার উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। ব্রিজটির মেরামত কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়কে যান চলাচল আপাতত বন্ধ থাকবে। শনিবার থেকে পুরাতন ব্রিজটি অপসারণ করে নতুন ভাবে নির্মাণ করা হবে।