বোম স্কটকে হারিয়ে এফডিসি ফাইনালে

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।

inside post

চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব  আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় ২/১ গোলে বোম স্কট একাদশকে পরাজিত করে পৌরসভা ৬ নং ওয়ার্ড ফাল্গুন করা, ধনমুড়ি, চাটিতলা (এফডিসি) ফুটবল একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
মঙ্গলবার ১৪ জানুয়ারি বিকালে চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে বিপুল দর্শক উপস্থিতিতে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন এফডিসি ফুটবল দলের তরুণ স্ট্রাইকার রনি।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী খোরশেদ আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার মোশারফ হোসেন ভূঁইয়া, সাংবাদিক আবু বকর সুজন, চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাস্টার মোঃ ইব্রাহিম, বাতিশা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বাবু দীপঙ্কর, তরুণ অ্যাডভোকেট এম দিদার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির প্রমুখ।

আরো পড়ুন