ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পানি দিবস পালিত
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
‘ভূগর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন ভৌমিক। সভায় বক্তারা বলেন, সুপেয় পানির সঙ্কট একটি বৈশ্বিক সমস্যা। প্রতিনিয়ত এর তীব্রতা বাড়ছে। তাই পানি ব্যবহারে সকলকে অপচয় রোধ করতে হবে। বিশেষ করে ভূগর্ভস্থ পানি ব্যবহারে সকলকে সচেতন হতে হবে।