ভিক্টোরিয়ার দৃষ্টিহীন দুই শিক্ষার্থীর সাফল্য
আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দৃষ্টি প্রতিবন্ধী দুই শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের ফলাফলে খুশি শিক্ষক ও অভিভাবকরা। মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হন দৃষ্টিহীন অপু চন্দ্র দাস ও মোঃ তানিম হোসেন। তাদের ফলাফল যথাক্রমে ৩.৮৩ ও ৩.৫০।
সূত্রমতে,২০২০ সালের মাধ্যমিকের ফলাফলে দু’জন ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এ দু’জন নগরীর ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। উভয়ে চর্থা এলাকার এবিসি হোস্টেলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তানিম নগরীর দিশাবন্দ এলাকার আবু তাহেরের ছেলে। অপু বরুড়া উপজেলার ঝলম গ্রামের নারায়ন চন্দ্র দাসের ছেলে।
তানিম হোসেন বলেন, পাশ করেছি জেনে খুব ভালো লাগছে। আমি আর পড়তে পারবো কিনা জানি না। কারণ বাবার আয় বেশি না।
অপু চন্দ্র দাস জানান, অনার্সে ভর্তির আবেদন করবো। সাবজেক্ট না আসলে ডিগ্রিতে ভর্তি হবো ।
বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান আরো জানান, কুমিল্লা বোর্ডে এবছর ১২ জন শ্রুতি লেখকের সহায়তা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। যত্ন নিলে তারা সমাজকে আলোকিত করতে পারবেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, আমরা আনন্দিত বিশেষ চাহিদা সম্পন্ন দু’জন ছাত্র পাশ করেছে। শিক্ষকরা তাদের বিশেষ নজর দিতেন। দুই শিক্ষার্থী ভালো গানও করেন।