ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের সহযোগী ফরম পূরণ

প্রতিনিধি।।

inside post

কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী পক্ষ উপলক্ষে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা নেতৃবৃন্দ। এসময় ভিন্ন ধর্মাবলম্বীরা জামায়াতের কর্মকান্ড ও সমাজসেবায় উদ্বুদ্ধ হয়ে সহযোগী ফরম পূরণ করেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলকরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পদুয়া বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সূরা সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকী, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমীর সাহাব উদ্দিন, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ। আলকরা ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহমেদ মানিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ সূত্রধর, শংকর কুমার পাল, মাখন চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা মনোরঞ্জন পাল, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল ওয়াদুদসহ নেতৃবৃন্দ।
অপরদিকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

আরো পড়ুন