মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে মাদক নিয়ে দ্বন্দ্বে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে মো. রুবেল (২৭) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর গ্রামের অলি মিয়ার ছেলে। আটক দুজন হলেন- একই এলাকার মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলী ও তার বাবা জয়নাল আবেদীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ও মোহাম্মদ আলী স্থানীয় মাদকসেবী। সম্প্রতি দুজনের মধ্যে মাদক নিয়ে বিরোধ সৃষ্টি হয়। রুবেল শুক্রবার বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যায় আশপাশের মানুষ গোঙানির শব্দ শুনে এসে রুবেলের মাথা থেকে মগজ বের হওয়া অবস্থায় পান স্থানীয়রা। এ সময় ঘরের পাশ থেকে স্থানীয় জনতা মোহাম্মদ আলীকে আটক করে পুলিশে দেয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখি তার মাথার মগজ মাটিতে ছড়িয়ে আছে। স্থানীয় সূত্রে জেনেছি তারা দুজনেই মাদকসেবী। এ ঘটনায় মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলী নামের একজনকে আটক করা হয়েছে। সেই সাথে তার বাবা জয়নাল আবেদীনকেও আটক করা হয়েছে।
