মামডানির সাথে চৌদ্দগ্রামের করিম চৌধুরী



অফিস রিপোর্টার।।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর নবনির্বাচিত মেয়র যোহরান মামডানির চার শ’ সদস্যের ট্রানজিশন দলে অর্ন্তভ‚ক্ত হয়েছেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার তাড়াশাইল গ্রামের করিম চৌধুরী। তিনিসহ আরো ৯জন বাংলাদেশি আমেরিকান নাগরিক মামডানির কমিটিতে স্থান পাওয়ায় বাঙালি কমিটিতে উৎসবের আমেজ বইছে।
করিম চৌধুরী দীর্ঘ দিন যাবৎ মার্কিন ডেমোক্রেট দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার নামক একটি সংগঠনের ন্যাশনাল সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছেন।
তিনি মামডানির সদ্য সমাপ্ত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সাথে ঐ দলে আরো নয়জন বাংলাদেশি আমেরিকান আছেন।
উল্লেখ্য-অ্যাসাল‘র ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী, ড্রামস বিটের পরিচালক কাজী ফৌজিয়া এবং কিউনি স্কুল অব ল-এর প্রফেসর, ফরহাদ মযহারের সন্তান চুমতলি হককে কমিটি অব ওয়ার্কার জাস্টিস, রাইজ আপ নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট শামসুল হককে কমিটি অব কমিউনিটি সেইফটি, সামাজিক সংগঠন ভালো ও ম্যাসভোটের শাহরিয়ার রহমান, মুনার আরমান চৌধুরী এবং স্ট্যাটেন আইল্যান্ড ইসলামিক সেন্টারের ইমরান পাশাকে কমিটি অব স্মল বিজনেস, হিলসাইড ইসলামিক সেন্টারের আব্দুল আজিজ ভুইয়াকে কমিটি অব কমিউনিটি অর্গানাইজিং, তাজিন আজাদকে কমিটি অব ইয়ুথ এন্ড এডুকেশন, সিএএএবি’র ফারিহান আক্তারকে কমিটি অব ইমিগ্রেন্টস জাস্টিসের সদস্য করা হয়েছে।