`যে কোন মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে’
প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলার উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় জেলা সম্মেলন । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি বলেন, এক শ্রেণীর ষড়যন্ত্রকারী এদেশকে ধ্বংসের জন্য বিদেশি নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছে। তাদের চক্রান্তের ব্যাপারে আমাদের সদা সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, আল্লাহর নৈকট্য হাছিলের জন্য তিনটি বিষয় অর্জন করতে হবে। বিশুদ্ধ আক্বীদা-বিশ্বাস, বিশুদ্ধ পদ্ধতি ও আল্লাহর পথে জিহাদ। আল্লাহভীতি না থাকলে সর্বক্ষেত্রে ধ্বংস নেমে আসবে। তাই ইহকালে কল্যাণ ও পরকালে মুক্তি পেতে হ’লে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহকে ভয় করে চলতে হবে এবং তাঁর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। জেলা আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাৰীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী প্রমুখ।