শিক্ষার্থীদের হাতে চব্বিশ বিপ্লবের সালতামামি

প্রতিনিধি।
কুমিল্লা নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বিগত ২০২৪সালের জুলাই বিপ্লবসহ সালতামামি। সাথে ছিলো মাসিক সাধারণ জ্ঞানের বই।

inside post

বৃহস্পতিবার নগরীর কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে গোমেতি সংবাদের যুগপূর্তি উপলক্ষ্যে এই আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেন,কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,সাংবাদিক মহিউদ্দিন মোল্লা,পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা,ইংরেজির সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন ও কৃষি শিক্ষার প্রভাষক অনন্যা ব্যানার্জী।


অতিথিরা বলেন,নৈতিক মানবিক মূল্যবোধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে কাজ করতে হবে। সেই লক্ষ্যে তারুণ্যের জয়গানের বিপ্লবী ২৪সালের সালতামামি বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এই বই পড়ে শিক্ষার্থীরা মিথ্যাকে না বলতে শিখবে। প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আরো পড়ুন