হত্যার পর লাশ নিয়ে যায় বিএসএফ, ২৬ ঘন্টা পর হস্তান্তর

 প্রতিনিধি।
কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন কামাল হোসেন নামের এক যুবক। হত্যার পর লাশ নিয়ে যায় বিএসএফ। হত্যার ২৬ ঘন্টা পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী পাহাড়পুর এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে কামালের মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন।
নিহত কামালের বড় ভাই মন্তাজ মিয়া জানান, সোমবার সন্ধ্যায় তাদের গ্রামের লাদেন কামাল নামের একজন কামালসহ তিনজনকে সীমান্তে নিয়ে যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে কামাল হোসেন ঘটনাস্থলে নিহত হন। পরে বিএসএফ কামালের মরদেহ নিয়ে যায়। ঘটনার পর লাদেন কামাল পালিয়ে যায়।
তিনি আরো জানান, কামালের স্ত্রী এক কন্যা ও তিন ছেলে রয়েছে। সীমান্তবর্তী এলাকায় পিঁপড়ার বাসা ভেঙে সেখান থেকে ডিম সংগ্রহ করে নগরীর চকবাজার এনে বিক্রি করতেন। এই টাকাসহ যখন যে কাজ পান তা করে সংসার চালাতেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিবিরবাজার সীমান্তে গিয়ে জানা দেখা যায়, মরদেহ গ্রহণের জন্য বিজিবির পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ গ্রহণ করতে দুপুর থেকেই অপেক্ষা করছিলেন নিহত কামালের বড় ভাই মন্তাজ মিয়া ও প্রতিবেশীরা। রাতে মরদেহ হস্তান্তর করা হয়। কামালের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।