অন্য গাড়ির পেছনে ধাক্কা দিয়ে ট্রাক চালক নিহত
আরো পড়ুন:
প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অন্য গাড়ির পেছনে ধাক্কা দিয়ে সাগর (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে । শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসেন ।
তিনি জানান, শনিবার রাত ৩ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক (ঝিনাইদহ ট – ১১- ০৮০৩) চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত গাড়ির পিছনে ধাক্কা দেয়,এতে চালক সাগর গুরুতর আহত হন। মিয়াবাজার ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সাগরকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয।
দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রাক ও সাগরের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।