অসহায় শিক্ষার্থীর পাশে ভিক্টোরিয়া কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা

 ইসলামিক স্টাডিজ বিভাগের অসহায় এক শিক্ষার্থীর পাশে দাড়াল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 
পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে অসহায় হয়ে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ২০১৯-২০ ব্যাচের এক শিক্ষার্থীর পরিবার। শিক্ষার্থীর এ দুরবস্থায় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড.মোশাররফের পরামর্শে শিক্ষার্থীরা সকল শিক্ষার্থীদের  সহযোগিতা নেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সকল শিক্ষকগন অর্থনৈতিক সহযোগিতা করেন।
বিজ্ঞাপন
 শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাপ্ত অর্থ  ভুক্তভোগী শিক্ষার্থীর হাতে তুলে দেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড.ফরিদ আহমেদ মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ফিরোজ উল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক ড.মোশাররফ হোসাইন, সহকারী অধ্যাপক আনোয়ারুল হক ভুইয়া, প্রভাষক জাকিয়া ফারজানা
শিক্ষার্থীদের থেকে টাকা উত্তোলনে ভুমিকা রাখেন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী হাসান উদ্দীন,মহিউদ্দিন মাহমুদ ও সাইফুল্লাহ

 

সংবাদ বিজ্ঞপ্তি।।