আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক-যুবতীর মৃত্যু

 

মো.ফজলে রাব্বি,আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক-যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। কাটা পড়া যুবক হলো কুমিল্লা জেলার দেবিদ্ধার উপজেলার রসুলপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মোঃ সাজ্জাত হোসেন (২৫)। নিহত যুবতীর (২২) পরিচয় পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত যুবক-যুবতী রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতো। রাতে নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে বসা ছিল। রাত সাড়ে ১২ টার দিকে তিতাস কমিউটার ট্রেন সাল্টিং করার সময় জংশন এলাকার আখাউড়া-সিলেট রেলপথের পূর্ব কলোনী এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই যুবক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া রেলওয়ে থানার এস.আই মোঃ মাসুদ বলেন, নিহত যুবক সাজ্জাতের ভাই ও খালা শনিবার সকালে থানায় এসে তার পরিচয় সনাক্ত করেছে। লাশগুলো ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।