আখাউড়ায় বেদে পল্লীতে খাদ্য সহায়তা প্রদান
আরো পড়ুন:
মো.ফজলে রাব্বি,আখাউড়া।।
করোনাকালে কঠোর লকডাউনে উপার্জন হারিয়ে সংকটে থাকা বেদে পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে স্টেশনের পাশে বেদে পল্লীর ৯টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, পিয়াজ, লবন, সাবান ইত্যাদি।
খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উত্তর ইউপির চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া, ঢাকার গুলশান সাব রেজিস্ট্রার রমজান খান, ইউপি সদস্য আব্দুস সাত্তার, আব্দুর রহমান জাহাঙ্গীর, পারুল বেগম প্রমুখ।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, আজমপুর ষ্টেশনের পাশে আশ্রয় নেওয়া ৯টি বেদে পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে পাওয়া খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।