নবীনগরে যুবদল নেতা মুকুলকে গুলি

 

inside post

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর ইসলাম মুকুল গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার রাত৮ টায় তিনি নবীনগর পৌর এলাকায় পদ্মপাড়ার বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে গেছেন বলে জানা গেছে । মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসলেও কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকায় রেফার করেন।
উল্লেখ্য- মফিজুল ইসলাম মুকুল একজন নম্র ভদ্র রাজনৈতিক নেতা হিসেবে উপজেলায় সমাদৃত।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন