আমার ঠিকানা’ ৭১


গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
 
 চিঠি আসে ঝাঁকে ঝাঁকে
 সাদা,হলুদ,নীল খামে,
 কোনটি নেব কোনটি রেখে?
 বিষম বিড়ম্বনা আমার।
 হলুদ! না,সেতো যেন সাপের বিষন্ন দু’ টি চোখ,
 সাদা! সেতো মায়ের শরীরে জড়িয়ে থাকা থান,
 নীল! উহঃ নীল শিরায় শিরায়
 দুষিত লাল রক্তের প্রবাহ।
 লাল গোলাপের ডাক আসে
 এসো ঘর বাঁধি – ঠিকানা গড়ি।
 নিষ্ঠুর ইতর প্রশ্ন বারংবার
 জননীর পরিচয় যথেষ্ট নয়,
 এই সভ্য সোনার দেশে
 যোগ্যতার চেয়ে জম্ম পরিচয় বড়
 এই নষ্ট পৃথিবীতে
 সারাটা জীবন তাই
 মা পুড়ে পুড়ে অঙ্গার
 এক কথায় আমি বলে দিতে পারি
 পিতার নাম যুদ্ধ
 ঠিকানা আমার ‘৭১।
 									 
			