মাসুদা তোফা’র গুচ্ছ কবিতা

আমি ভালো নেই–মাসুদা তোফা 

 

চাকরিটা এবার ছাড়বোই মা
তোমাকে বলে রাখছি।

অনেকদিন ধরে সাহস করে
তোমাকে বলতে পারিনি
আমি ভালো নেই।

 

 

অনেক কষ্টে দিন কেটে গেছে
ওরা মানুষ হবে শুধু সে আশায় আশায়।
আজ শেষ বেলাতে এসে দেখি
আমি পারিনি শেখাতে
আমার কি কোনো অবহেলা ছিলো
না কি পারিনি বোঝাতে।

 

দিনরাত শুধুই খেটেছি ওরা মানুষ হবে ভেবে
আমি পারিনি মা, আমরা পারিনি।
তবুও হাল ছাড়িনি
আজও সংকল্পে অবিচল, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ
মানুষ তোমাদের হতেই হবে।
ফিরতে হবে অযুত কলঙ্কময়
পঙ্কিল পথ থেকে।

 

শত অপমানেও মাগো আশা ছাড়িনি।
ভালোর পথে, আলোর পথে
ফিরতেই হবে তোমাদের।
আমরাই আবার আনবো ফিরিয়ে
পাশে থাকুক দেশ, সরকার।

 

শিক্ষক তিনিই যিনি শিষ্যকে রাখেন এগিয়ে
হাজারো না সয়ে সয়ে।
দুখের সাগরে ডুবে থেকেও
সে অবুঝ শিষ্যের মঙ্গল কামনা
করেন নিরবে নিভৃতে।

 

 

 

আমার দুখের অন্ত নাই

কোথায় যাবো, কাকে বলবো
আমার যাবার জায়গা নাই
আমার দুখের অন্ত নাই।

দিনে দিনে দিন যে গেল
বছর গেল, জীবন গেল তাই
মান সম্মান সবই গেল বাঁচার উপায় নাই।

আমি যাদের পড়াই লেখাই
কেউ তারা আমার খবর নেবার
চিন্তা করে নাই।

সবাইকে আমি মানুষ করি
বড় হবার প্রার্থনা করি।
ভাবি শুধু ওরা মানুষ হলেই
বুঝি আমি সব পাই।

দেশটা যখন এগিয়ে যায়
আমার গর্বের অন্ত নাই
শুধু ভাবি ওরা লক্ষ শিক্ষকের ছাত্র সবাই।

এরচেয়ে বেশি কি আর চাই
সব আনন্দ অর্জন বুঝি সেথায়।

এখন দেখি কিচ্ছু নাই,কিচ্ছু নাই
অপমানের মালা গলে দাঁড়িয়ে আছে ঠাঁয়।
আমারই কোনো এক সহকর্মী সহযোদ্ধা ভাই।

 

১.৭.২২