ইউপি সদস্য না হয়েও তিনি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি

কুদরত উল্যাহ, 
মনোহরগঞ্জ –
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের  ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি নিজেকে মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি বলে দাবি করে এলাকায় প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আনোয়ার হোসেন  ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য পদে থাকা কালিন সময়ে ১৮টি মিটিংয়ে উপস্থিত ছিলেন না। সম্প্রতি তিনি বাংলাদেশ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন নামে নামমাত্র একটি সংস্থার আত্মপ্রকাশ করে। এরপর শুরু করে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ইউপি সদস্যদের কাছ থেকে কমিটি অনুমোদনের নামে  অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের মেম্বারদের আওয়ামী লীগের মনোনয়ন দিবেন বলে অর্থ আদায় ও করেন তিনি।
হাসনাবাদের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামসহ আরো অনেকেই বলেন, মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রতারনার যেন শেষ নেই। তিনি ওই ইউনিয়নের নির্বাচিত সদস্য না হয়েও নিজেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নিজেকে দাবি করেন। তিনি যে সংগঠনের আত্বপ্রকাশ করেছেন সেটি স্থানীয় প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় বাবস্তা গ্রহণ করার অনুরোধ জানান তাঁরা।
এ ব্যাপারে জানতে চাইলে কথিত এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন গনমাধ্যমের যা ইচ্ছে তাই লেখুক আমি সাবেক মেম্বার ছিলাম, বর্তমানে নাই কিন্তু আমি বাংলাদেশে মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি এটাই চির সত্য।