ইয়াবা সেবনের ভিডিও ভাইরালে ছাত্রলীগ নেতা ফকিরকে অব্যাহতি

 

আমোদ ডেস্ক।।

 

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও ভাইরালে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পত্রে তাকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনার পরই তাকে দল থেকে বহিস্কারের দাবি তোলেন ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।