ঈদ সামগ্রী পেয়ে প্রবীণদের মুখে হাসি


প্রতিনিধি।।
ঈদ সামগ্রী পেয়ে অর্ধশতাধিক প্রবীণের মুখে হাসি ফুটেছে। কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার একটি মিলনায়তনে শনিবার বিকালে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি। সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ কুমিল্লার সভাপতি আনিসুর রহমান আখন্দ। বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক হায়াতুন্নবী মজুমদার,নির্বাহী সদস্য আমীর হোসেন,জোসনা আক্তার ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নান প্রমুখ।
প্রবীণ হিতৈষী সংঘ কুমিল্লার সভাপতি আনিসুর রহমান আখন্দ বলেন, আমাদের সব সদস্য সচ্ছল নন। নিম্ন আয়ের অর্ধ শতাধিক সদস্যের জন্য ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করি। এছাড়া তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।