‘সদর দক্ষিণের নেতৃত্ব দেবে জনগণ’

 প্রতিনিধি।।

inside post

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রচারণার শুরু থেকেই নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।শনিবার (৩০ মার্চ) উপজেলার বাটপাড়া, গোয়ালগাঁও, মথুরাপুর, জয়নগর এলাকায় গণসংযোগ করেছেন নির্বাচনের প্রার্থী হওয়ার ঘোষণা দেয়া ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন)।

প্রচারণার সময় তিনি এসব এলাকার চা দোকানে সাধারণ জনগণের সঙ্গে চা আড্ডায় মেতে উঠেন। মসজিদে মসজিদের গিয়ে মুসল্লিদের কাছে তার পাশে থাকার আহবান জানান।

এসময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) বলেন, সবার একটাই কথা সদর দক্ষিণ উপজেলায় নেতৃত্ব দিবে এই জনপদের জনগণ। তারা এই জনপদের আপন কাউকে তাদের প্রতিনিধি হিসেবে চায়। কারণ এই এলাকা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোন। কিন্তু ঠিকভাবে এই এলাকার পরিচর্যা হয়নি। আমি বিশ্বাস করি এই উপজেলাকে সারাদেশের এক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। সেই বিষয়টি মাথায় রেখে কাজ করছি। জনগণ যেভাবে পরিবর্তনের জন্য মাঠে নামছে ভালো ফল অবশ্যই আসবে।

আরো পড়ুন