‘দুর্ব্যবহারকারী ও চাঁদাবাজকে মানুষ মেনে নেবে না’

প্রতিনিধি।।
কুমিল্লা-১০ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সলিসিটর মো. ইকরামুল হক মজুমদার বলেন, কুমিল্লার ডিসি ও কুমিল্লার শিক্ষাবোর্ডের চেয়ারম্যান সম্মানিত মানুষ। তাদের দায়িত্ব অনেক বড়। বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমন নেতা আছেন যিনি তাদের কলিজা ছিঁড়ে খেতে চান। অপরজন কুমিল্লাকে ইতর বলে গালমন্দ করেছেন। আরেকজন মসজিদের ইমামের গালে থাপ্পড় মেরেছেন। তিনি নিয়মিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বারবার দল বদল করেন। চাঁদাবাজি করেন। তাদের এই এলাকার মানুষ মেনে নেবেন না। এ ধরনের নেতাকর্মীরা বিএনপির সুনাম নষ্ট করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ করব যাতে এ ধরনের লোকদের মনোনয়ন না দেন।
শনিবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সলিসিটর মো. ইকরামুল হক মজুমদার এসব কথা বলেন।
তিনি বলেন, এই আসনে এখন তিনটি গ্রুপ। এক নেতা অলরেডি ফিল্ড আউট। অন্যরা পারিবারিক দ্বন্দ্বের কারণে দলের ক্ষতিসাধন করছেন। তাদের দলাদলির কারণে দল ও সমাজে বিশৃঙ্খলা হানাহানি করছে। তারা সংসদে গেলে দেশ ও দলের জন্য ভালো হবে না। আর দলের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, গ্রুপিংয়ের সঙ্গে জড়িতদের মনোনয়ন দেওয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা মোঃ হারুনুর রশিদ, মোঃ হারুনুর রশিদ, আইনজীবী সহকারী মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
