কারামুক্ত বিএনপি নেতা আউয়াল খানকে সংবর্ধনা

 

inside post

প্রতিনিধি ।।
সদ্য কারামুক্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ আউয়াল খানকে গণ-সংবর্ধনা দিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গসগঠন। শনিবার বিকালে দেবিদ্বার পৌর মিলনায়তনে ওই গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া থেকে মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে দেবিদ্বারে নিয়ে আসে।
বিএনপি নেতা মোঃ মজিবুর রহমান সিকদারের সঞ্চালনায় ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথির এম এ আউয়াল খান। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোঃ সাইফুল আলম, মোঃ জসিম উদ্দিন, সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহম্মেদ সাজু, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মোঃ আবু হানিফ ও আলমঙ্গীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য- হাসিনার সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় গত ২১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খানসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ২৪ সেপ্টেম্বর ওই তিনটি মামলায় আদালত তাদের জামিন মঞ্জুর করলে ২৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্ত হন।

আরো পড়ুন