এটিএম বুথের সামনে প্রবাসীকে কুপিয়ে ছিনতাই


প্রতিনিধি।।
কুমিল্লায় এটিএম বুথের সামনে এক প্রবাসীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স এলাকার নিশা টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ওই প্রবাসীর নাম নূর মুনতাকিম। তিনি নগরীর বাদুরতলা এলাকার মোহাম্মদ মোসলেমের ছেলে। তিনি একজন আমেরিকান পাসপোর্টধারী।

সোমবার মুনতাকিমের ভাই নূর মোহাম্মদ আব্দুল মুকিত জানান, আমার ভাই আমেরিকা প্রবাসী। গত মাসের ২৯ তারিখে আপনি দেশে আসেন। রবিবার সন্ধ্যায় বন্ধু মাসুদের সাথে বের হন। দুই বন্ধু মোটরসাইকেলে করে নিশা টাওয়ারের সামনের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা উঠাতে যান। টাকা উঠিয়ে বের হলে হঠাৎ এই ১০-১২ জন ছেলে আমার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা লাঠিসোটা, রড ও ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইয়ের উপর হামলা করে। এ সময় তারা আমার ভাইয়ের হাত-পা, ঘাড়, পিঠ ও মাথায় আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে আমার ভাইয়ের হাত-পা ঘাড় ও পিঠে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় তারা তার সাথের বন্ধু মাসুদকেও মারধর করে। আমরা তাকে হাসপাতালে নিতে চাইলে ওই ছেলেগুলো আবার চলে আসে। তারা আমাদেরকে আমার ভাইকে হাসপাতালে নিতে দেয়নি। তারা বলে হাসপাতালে নিলে মামলা হবে। এখন চিকিৎসা দেয়া ছাড়াই ভাইকে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি।
মুকিত বলেন, আমার ভাইয়ের কাছে বুথ থেকে উঠানো টাকাসহ ৪০ হাজার টাকা ছিল। হাতের ডায়মন্ড রিং, গলায় স্বর্ণের চেইন, আইফোনটিও তারা নিয়ে যায়। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। পুলিশ গেছে ঘটনাস্থলে। বিস্তারিত জেনে জানানো হবে।