এপেক্স ক্লাব অফ ঢাকা মিডটাউনের কম্বল বিতরণ

 

রাতের আধাঁরে শীতার্তদের কম্বল বিতরণ করেছেন এপেক্স ক্লাব অফ ঢাকা মিডটাউন সদস্যরা। গত ২৪ জানুয়ারি রাতে রাজধানীর বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন সদস্যরা। সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন সাবেক প্রেসিডেন্ট এন্ড এক্সপেনশন ডাইরেক্টর-২২ এপে. এ এস এম নাফিজ খাঁন রোহান, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. রিপন কুমার, ফেলোশিপ ডাইরেক্টর এপে. শরিফুল ইসলাম, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশনশিপ ডাইরেক্টর এপে. খালেদ হাসান, এপে. বিপ্লব মুন্সি, এপেঃ সাইফুল ইসলাম, এপেক্স ক্লাব অফ মতিঝিল এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বাবু সহ অন্যান্য এপেক্সিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।

 

— সংবাদ বিজ্ঞপ্তি।।