করোনায় ভিক্টোরিয়া কলেজের সাবেক শিক্ষকের ইন্তেকাল

 

 

অফিস রিপোর্টার।।
কুমিল্লার বরুড়া উপজেলা সদরের শহিদ স্মৃতি সরকারি কলেজ ও লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং জেলার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের প্রফেসর বেন ইয়ামিন ভূঁইয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ….. রাজিউন)। বুধবার (২৮ জুলাই) সকাল সোয়া ৯টায় তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী, শুভাকাঙ্খি ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় প্রথম ও পরে নিজ গ্রাম সাদকপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।