করোনা উপসর্গে কুমিল্লায় দুই নারীসহ পাঁচজনের মৃত্যু

 

আমোদ প্রতিবেদক

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই নারীসহ আরও পাঁচজন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে তিনজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসোলেশনে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইসহাকের ছেলে শামসুল হক (৮০), করোনা ওয়ার্ডে ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের সুমি আক্তার (২২),আইসিইউতে বরুড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের মিজানের স্ত্রী হনুফা বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার ইসমাইলের ছেলে হাজী ইউনুস (৯০) ও চৌদ্দগ্রাম উপজেলার ইব্রাহিমের ছেলে নুরুল আমিন (৬৫) মারা যান।

উল্লেখ্য, এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯৫ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮জন ও করোনা উপসর্গ ১২৭ জন।