করোনা ; কুমিল্লায় আক্রান্ত কম, সুস্থ বেশী

 

আমোদ রিপোর্টার।।

নাঙ্গলকোটে ২৬ জনসহ সোমবার নতুন করে কুমিল্লায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। কুমিল্লা নগরীতে ৩৪ জনসহ এদিন কুমিল্লা জেলায় ১১২জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত ২২ হাজার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল এসেছে ২১ হাজার ৭৭৯ টি নমুনার। জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৫৬৫ জনের। কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার নতুন করে করোনা আক্রান্তরা হলেন, নাঙ্গলকোটে ২৬জন, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৭জন,আদর্শ সদর,মনোহরগঞ্জ ও মেঘনায় দুইজন করে,বুড়িচংয়ে আটজন,সদর দক্ষিণে ১১জন,হোমনায় একজন,লালমাই ও বরুড়ায় তিনজন করে,চৌদ্দগ্রাম ১১জন ও লাকসামে পাঁচজন আক্রান্ত হয়েছে। এদিন কুমিল্লা নগরীতে ৩৪ জনসহ সোমবার কুমিল্লা জেলায় ১১২জন সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে দুই হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত মোট মারা গেছে ১২২ জন।