কুবিতে নবান্নের বর্ণাঢ্য আয়োজন

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন-এর উদ্যোগে আয়োজিত হয়েছে ‘নবান্ন উৎসব-১৪২৮’। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব, নাচ-গান, কবিতা ও নাটক পরিবেশনাসহ নানা কর্মসূচিতে এই নবান্ন উৎসব উদযাপিত হয়।
নবান্ন উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের।
বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র, ব্যান্ডদল প্ল্যাটফর্ম, প্রতিবর্তনের বর্ণাঢ্য পরিবেশনায় এবং চৌকস নাট্যসম্প্রদায়ের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় ‘নবান্ন উৎসব-১৪২৮’।