কুবিতে স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি

 

অফিস রিপোর্টার।।
স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) ক্যাম্পাসে প্রকৌশলী অনুষদের সামনে বৃক্ষরোপন করা হয়। বুধবার কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসূচির আয়োজন করে। বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. এফ.এম আবদুল মঈন। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী অনুষদের ডিন স্বপন চন্দ্র, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিন রহমান, সহ সভাপতি কামরুল হাসান,যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম,কুবি ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ,দপ্তর সম্পাদক আরিফুর হাসান খান বাপ্পী,মানবাধিকার সম্পাদক মোতালেব হোসেন রিপন,জেলা সদস্য রাশেদ মাহমুদ শাওন,শেখ রাসেল,সোহেল রেজা,স্বপন দাস,জুয়েল মোল্লা, জহিরুল ইসলামসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন থেকে আগত ২০০ শতাধিক নেতা ও কর্মী।