কুমিল্লায় ড্রিংকব্লুকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি।।
কুমিল্লায় মেসার্স ড্রিংকব্লু বেভারেজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক অভিযানে এই জরিমানা করা হয়।
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) কে এম হানিফ বলেন, কুমিল্লার বিসিক শিল্পনগরীর মেসার্স ড্রিংকব্লু বেভারেজকে নিবন্ধন সনদ ছাড়া ‘ইলেক্ট্রোলাইট ড্রিংক’ পণ্য বানিয়ে বাজারজাত করছিল। যা অপরাধ। যেকারণে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।