কুমিল্লায় বৃষ্টির জন্য মুসল্লিদের কান্না

আল -আমিন কিবরিয়া ||
তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে কুমিল্লার জনজীবন। অসহনীয় গরম কমতে বৃষ্টির আশায় আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ পড়েছেন মুসল্লিরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।
বৃহস্পতিবার (২৫এপ্রিল) কুমিল্লা নগরীর দৌলতপুর ইনসাফ হাউজিং তা’মীরুল উম্মাহ আলিম মাদরাসা মাঠে এবং এর পরপরই দেবিদ্বার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই নামাজ আদায়  করেন হাজার হাজার মুসুল্লি।

দৌলতপুর ইনসাফ হাউজিং তা’মীরুল উম্মাহ আলিম মাদরাসা মাঠে নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া। দেবিদ্বারে নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব সালেহ আহমদ মনিরী।
মুসল্লিরা জানান, বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। মাসজুড়ে অসহনীয় গরম! জনজীবনের ভোগান্তির শেষে নেই। দুর্ভোগ কমাতে বৃষ্টির জন্য আমরা সালাতুল ইসতিসকা আদায় করে বিশেষ মোনাজাত করেছি।