কুমিল্লায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
আরো পড়ুন:
প্রতিবেদক।।
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে গতকাল কুমিল্লায় জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ইকবাল হোসেন, সদর দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, আদর্শ সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তানজিনা ফেরদৌস ও ভেটেরিনারি সার্জন ডা. সাইফুল ইসলাম।
দিবসের কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আতিক ও বুড়িচং উপজেলা কর্মকর্তা ডাঃ আতিক।
সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন আদর্শ সদর ভেটেরিনারি সার্জন ডাঃ মাহে আলম।
র্যালি ও আলোচনা সভার পর প্রাণিদের বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়।