কুমিল্লায় ঈদের দিন বৃষ্টি হতে পারে

অফিস রিপোর্টার
এখন মধ্য শ্রাবণ। পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তাই শনিবার ঈদের দিন বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা আবহাওয়া অধিদপ্তর।
কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন জানান, এখন বর্ষাকাল। পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তাই আগামী ১ আগষ্ট বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টি না হলেও জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সপ্তাহে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা গত ৪/৫  বছরের মধ্যে একদিনে কুমিল্লায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়।