উদ্ভাসিত কুরবানি –আহসান হাবীব

প্রভুর কথা মেনে চলেন
ইব্রাহীমে জীবন ভরি,
ত্যাগ প্রমাণে চালান তিনি
ইসমাঈলের গলায় ছুরি।
সেই শিখনে বিশ্বজুড়ে
মুসলমানের কুরবানি,
কতটুকুন হচ্ছে খাঁটি
আমাদেরই কাজখানি!
লোক-দেখানো ত্যাগের ভানে
মাংস খাওয়া আজ জানি,
কুরবানিরই আসল দাবি
তুমি-আমি ক’জন মানি?
বনের পশু, মনের পশু,
দুটোরই হোক কুরবানি;
ত্যাগ-মহিমায় উদ্ভাসিত
তবেই হবে জীবনখানি।