কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখীল পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজাসহ ২ জন মাদক কারবারী আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই এবিএম গোলাম কিবরিয়া ও এস আই শরীফুর রহমান।

 

গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার সদর উপজেলার কুতুবদিয়া পাড়ার আমানুল্লাহর ছেলে মোহাম্মদ করিম (২১) ও একই এলাকার নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম (২০)। ছত্রখিল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরিফ জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান স্যারের নির্দেশনায় চাঁনপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে দু’জনকে ৬ কেজী গাঁজাসহ আটক করি। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।