কুমিল্লায় নতুন করোনা আক্রান্ত ৪৯

 

 

আমোদ ডেস্ক।।

 

কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯  জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৮২৩ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘন্টায় ৭২জন সুস্থ হয়েছে। শনিবার কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র অনুযায়ী,  কুমিল্লা জেলা থেকে এ পর্যন্ত ২৭হাজার ৩০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ  পর্যন্ত রিপোর্ট এসেছে ২৬হাজার ৩৮৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে চার হাজার ৩৫৮ জন। মোট মারা গেছেন ১৫০ জন।

শনিবার নতুন করে আক্রান্ত ৪৯ জনের মধ্যে ১৮ জন কুমিল্লা নগরীর। চৌদ্দগ্রামে, ব্রাক্ষণপাড়ায় ও সদর দক্ষিণে  দুইজন করে,লাকসাম,আদর্শ সদরে,বরুড়া ও তিতাসে একজন করে, নাঙ্গলকোটে পাঁচজন,দাউদকান্দিতে তিনজন,দেবিদ্বারে নয়জন আক্রান্ত হয়েছে। এ দিন কুমিল্লা নগরীতে ১০জন,চান্দিনা ও নাঙ্গলকোটে একজন করে, সদর দক্ষিণে দুইজন,দেবিদ্বার ও বরুড়ায় ১৯জন করে,আদর্শ সদরে পাঁচজনসহ ৭২জন সুস্থ হয়েছে। এ দিন কুমিল্লায় কেউ মারা যায়নি।