কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুইজন গ্রেফতার

 

অফিস রিপোর্টার।।
কুমিল্লার লালমাই বাজারে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা। গ্রেফতার করা হয়- জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর শিবপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে জামাল হক ও একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মো. মিলন মিয়া। রোববার এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকায় শনিবার রাতে পরিবহনের চাঁদাবাজ চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ পরিবহন চালকদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।