কুমিল্লায় পাওনা টাকা নিয়ে গুলিতে আহত যুবক
প্রতিনিধি।
আরো পড়ুন:
কুমিল্লায় পাওনা টাকা নিয়ে দ্বন্ধের জের ধরে গুলির ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১০ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহানের মাঠে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম নাম আবদুল আলিম (৩০)। তার বাড়ি জেলার বরুড়া উপজেলায়। যে গুলি করেছে তার নাম রুবেল। তবে তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশীষ চৌধুরী।
ওসি দেবাশীষ চৌধুরী বলেন, যতটুকু জানতে পারছি পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। আবদুল আলিমের পেটে গুলি লেগেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। অভিযুক্ত রুবেলকে আটক ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশের দুটি টিম মাঠে নেমেছে। বিস্তারিত আমরা পরে জানাবো।