কুমিল্লায় ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই ট্রাক নদীতে
আরো পড়ুন:
আমোদ ডেস্ক।।
কুমিল্লার বুড়িচং উপজেলা রাজাপুর পশ্চিমপাড়ায় রাজাপুর-পূর্ণমতি বাগানবাড়ী সড়কের ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই একটি ট্রাকসহ ঘুংঘুর নদীতে পড়ে যায়। এতে এই এলাকার যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার দুপুরের দিকে এ ব্রিজটি ভেঙ্গে পড়ে।
স্থানীয়রা জানান, রাজাপুর থেকে বাগানবাড়ী সড়কের সংস্কার কাজে ড্রাম ট্রাকে বালু বহন করা হচ্ছিল। বালু বোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠা মাত্র ব্রিজ ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান জানান, উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।