কুমিল্লায় মহাসড়কে বাস উল্টে নিহত-১, আহত ১৮

 

আমোদ ডেস্ক।।

কুমিল্লার চৌদ্দগ্রামে তিশা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে। এতে ঘটনাস্থলেই একজন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারী হাসিনা বেগম (৪০) কুমিল্লার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি গ্রামের বাসিন্দা।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই জয়নাল আবেদিন জানান, বাসটি চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এই ঘটনা ঘটে। নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।