কুমিল্লায় রিকশাকে পাথরবোঝাই ট্রাকের চাপা, তিনজনের মৃত্যু
আরো পড়ুন:
আমোদ প্রতিনিধি।
কুমিল্লার ময়নামতিতে পাথরবোঝাই ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লামুখী পাথরবোঝাই একটি ট্রাক একইমুখী একটি রিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় রিকশাচালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতরা হলেন রিকশাচালক বুড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামের ইসমাইল হোসেন সাগর, হবিগঞ্জ জেলার জুড়ী উপজেলার সাহাপুর এলাকার আবদুল আহাদ। অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ট্রাকের চালক হেলপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে ।
যাত্রীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ পর্বের আটকে থাকা শেষ পরীক্ষাটি দিতে কুমিল্লায় যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।