“নিজেকে গড়ে তোলো, সমাজ ও দেশকে দাও কিছু”

বাংলাদেশ স্কাউটস— কুমিল্লা জেলা স্কাউটসের আয়োজনে ৬৮তম জাম্বুরি অন দা এয়ার (জোটা) ও ২৯তম ৬৮তম জাম্বুরি অন দা ইন্টারনেট (জোটি) জেলা স্কাউট কার্যালয়ে ও লাকসাম আল আমিন ইন্সটিটিউটে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা কুমিল্লা জেলা স্কাউটসের কমিশনার ও কুটুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
৬৮তম জাম্বুরি অন দা এয়ার ও ২৯তম জাম্বুরি অন দা ইন্টারনেট কুমিল্লা জেলা কার্যালয়ের অনুষ্ঠানের ছিলেন কো— অর্ডিনেটর ও কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ স্কাউট ইউনিট লিডার জিএম ফারুক সিএএলটি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজয়িটে স্কুলের গার্ল ইন স্কাউট লিডার সুমা রানী দে।
লাকসাম উপজেলার আয়োজনে পরিচালনায় ছিলেন আল আমিন ইন্সটিটিউটের সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ আসলাম মিয়া এএলটি, লাকসাম উপজেলা স্কাউসের সম্পাদক ও বরই গাও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই,
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “জোটা” মানে জাম্বুরি অন দ্য এয়ার, আর “জোটি” মানে জাম্বুরি অন দ্য ইন্টারনেট। আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্কাউট সদস্যদের এই যোগাযোগ শুধু আনন্দ ও বিনোদনের মাধ্যম নয়, এটি পারস্পরিক শিক্ষা, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার এক মহামঞ্চ।
অনুষ্ঠানের সভাপতি মো. কামরুল কবির বলেন, স্কাউট আন্দোলন আমাদের শিখিয়েছে—“নিজেকে গড়ে তুলো, সমাজ ও দেশকে দাও কিছু।”
এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশের স্কাউট সদস্যরা আজ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা শৃঙ্খলা, দেশপ্রেম, মানবতা ও নেতৃত্বের আদর্শে গড়ে উঠছে।-প্রেস বিজ্ঞপ্তি।
