কুমিল্লায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালা

inside post

প্রতিনিধি।।
কুমিল্লায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে  শিক্ষকদের জন্য এআই এবং ডিজিটাল শিক্ষাদান শীর্ষক কর্মশালা ও ক্রিয়েটিভ টিচার্স প্লাটফর্ম সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো.মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লার গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. সাজ্জাদুল ইসলাম, চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনী কলেজের হিসাবজ্ঞিান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ ইকবাল, নেত্রককোন জেলার সান্দিকোনা স্কুল এন্ড কলেজ সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার উদ্দীন হিরন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, এআই একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। ডাক্তাররা রোগ নির্ণয়ে, শিক্ষার্থীরা পড়াশোনায়, কৃষকরা জমিতে সঠিক চাষাবাদে, ব্যবসায়ীরা উৎপাদন ও বিপণনে এআই এর সহায়তা পাচ্ছেন।
এআই এর কিছু চ্যালেঞ্জও রয়েছে—যেমন কর্মসংস্থান হ্রাস, প্রযুক্তির অপব্যবহার, তথ্য নিরাপত্তা ও নৈতিকতা। তাই আমাদের উচিত এআই—এর সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি—নির্ভর দক্ষ করে গড়ে তোলা।
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইনস্ট্রাক্টর মো. আমিনুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান।
কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর জনতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ  ট্রেড ইনস্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার পলাশ কান্তি মজুমদার, দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আতিকুর রহমান, পোমগাঁও উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মো. হোসাইন আহমেদ আপন, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সহকারি শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইনস্ট্রাক্টর মো. নজরুল ইসলাম, হাটখোল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফ আহমেদ।

আরো পড়ুন