কুমিল্লায় রেললাইনের পাশে মিললো যুবকের মরদেহ

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লায় রেললাইনের পাশ থেকে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের জেলার সদর উপজেলার মৌলভীনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) ইসমাইল হোসেন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় স্থানীয়রা ওই যুবকের লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

প্রাথমিকভাবে ধারণা করছি, ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।