কুমিল্লা নগরীর ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

 

আমোদ রিপোর্টার।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ঢাকনা বিহীন ড্রেনে পড়ে রবিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আট বছর বয়সের রবিন কুমিল্লার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের মো. সুমন মিয়ার ছেলে। মা রোজিনা বেগমের সাথে মামার বাড়ি কুমিল্লার সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের চাঙ্গিনী হাইস্যার কলোনিতে বেড়াতে আসেন। শনিবার বিকেলে খেলতে গিয়ে ঢাকনা বিহীন ড্রেনে পড়ে রবিনের মৃত্যু হয়।

মা রোজিনা বেগম জানান, রবিন বাড়িতে খেলছিলো। সড়কের ড্রেনের উপরে খেলতে গিয়ে ঢাকনা না থাকায় ভিতরে পড়ে যায়। কিছু সময় পর খুঁজতে গিয়ে দেখি রবিন ড্রেনের পানিতে মরে ভেসে আছে।
মামা শরিফসহ স্থানীয়রা জানান, সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের উপরে অধিকাংশ জায়গায় এখনও ¯ø্যাপ দেওয়া হয়নি। পূর্বে ¯ø্যাপ বিহীন এই ড্রেনের উপর দিয়ে হাঁটতে গিয়ে অনেক পড়ে আহত হয়েছেন।

কুমিল্লা কোটবাড়ি চাঙ্গিনী পুলিশ ফাঁড়ির এস আই মহসিন জানান, ড্রেনে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। মৃত্যুর ঘটনায় শিশুর স্বজন এখনও কোন অভিযোগ করেনি। তারপরও আমরা বিষয়টির খোঁজ নেবো।