কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শিক্ষার্থীদের গণমিছিল 

 প্রতিনিধি।।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক  গণমিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বেলা চারটার দিকে মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় এ বিক্ষোভ করেছে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এসময় সড়কের দুই পাশেই কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীদের হাতে পতাকা ও বাঁশের পাঠি দেখা যায়।
জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ ও জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কংশনগর বাজারে অবস্থান নিয়েছি। আমরা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচার চাই। কর্মসূচি যতদিন দেয়া হবে আমরা ততদিন পালন করবো ইনশাআল্লাহ।