কুমেক হাসপাতালে উপসর্গে পাঁচজনের মৃত্যু

 

আমোদ ডেস্ক।।

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৬০), চৌদ্দগ্রামের আলী আহম্মেদের ছেলে নজরুল ইসলাম (৫৫), লালমাই উপজেলার মাসুদা বেগম (৮০), লাকসাম উপজেলার লাল মিয়া (৬৫) এবং সদর দক্ষিণ উপজেলার আবদুল করিম (৭০)।

উল্লেখ্য, এপর্যন্ত এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩২৪ জন।