কুসিকের বার্ষিক কার্য সম্পাদন চুক্তি  স্বাক্ষরিত

 প্রতিনিধি।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের( কুসিক) কুসিকের বার্ষিক কার্য সম্পাদন চুক্তি  স্বাক্ষরিত হয়েছে।২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কার্য সম্পাদন চুক্তি স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী ও কুসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের  সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় সরকার বিভাগের অধিনস্থ সকল অধিদপ্তর, পরিদপ্তর, কর্পোরেশনসমূহের প্রধান ও স্থানীয় সরকার বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ১২টি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের সচিব  মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীর মধ্যে এপিএ চুক্তিও স্বাক্ষরিত হয়।